আমতলীতে অসহায় মানুষের নিকট রাতের আধারে খাদ্য দ্রব্যাদি পৌছে দিলেন ইশফাক আহমেদ তোহা।

মরোনব্যাধি করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বে সৃষ্টি মৃত্যুর মিছিল। এই ভয়ানক থাবা থেকে রক্ষা পাননি বাংলাদেশও। বাংলাদেশের মানুষের করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষার জন্য সারাদেশে চলছে সরকারের অঘোষিত লকডাউন।
দেশে যখনই এ অবস্থায় বিরাজ করছে তখন সাধারণ অসহায় খেটে খাওয়া মানুষের বিপদের শেষ নেই। একদিন তারা ঘরবন্দী অপরদিকে ভোগছেন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের সংকটে। এমনই ক্লান্তিকাল মুহূর্তে অসহায় দরিদ্রদের পাশে দাড়িয়েছে আমতলী উপজেলা ছাত্রলীগ নেতা ইশফাক আহমেদ তোহা।   
করোনা-ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় আমতলী  উপজেলা  ছাত্রলীগের নেতা ইশফাকআহমেদ তা তোহা ব্যক্তিগত উদ্যোগে, সামাজিক দূরত্ব বজায় রেখে ‘নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু করেছেন।
সামগ্রীর মধ্যে রয়েছে সাড়ে ৩ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি লবন

এ সময় তিনি আরও বলেন, আমি আমার সাধ্যমতো মানুষকে সাহায্য করছি, ইনশাআল্লাহ করোনা মোকাবেলার শেষ পর্যন্ত সাধ্যমতো চেষ্টা চালিয়েই যাবো। আমাদের বাংলাদেশে অনেক প্রভাবশালী বিত্তশালী ব্যক্তিত্ব আছেন তারাও যদি একটু একটু করে এই খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ান তাহলে একটু হলেও এই অসহায় মানুষ গুলো উপকৃত হবেন। তাই আমি সবাইকে আহবান জানাই, যার যার অবস্থান থেকে সাধ্যমতো অসহায় মানুষ গুলোর পাশে এসে দাঁড়ান

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ

আমতলী উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি জি এম দেলোয়ার হোসেন এর ইন্তেকাল এ প্রধানমন্ত্রী ও অন্যান্য নেতৃবৃন্দদের শোক প্রকাশ

আওয়ামিলীগ এর পতন এর জন্য আওয়ামিলীগ এর দায় কতটা এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্য আওয়ামিলীগ এর প্রয়োজনীয়তা