আমতলীতে ১৪৪ পরিবারের মাঝে নিজ অর্থে উপহার সামগ্রী পৌছে দিলেন আল সাকিব।

স্টাফ রিপোর্টার-
 
করোনা ভাইরাস বা নোভেল কোভিড-১৯ এর ভয়াবহতা ইতোমধ্যে সারাবিশ্বে ছড়িয়েছে। পৃথিবীর উন্নত পরাশক্তিগুলোর ক্ষয়ক্ষতির বিষয়টা বিবেচনায় নিয়ে বাংলাদেশে করোনা প্রতিরোধে সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। করোনার সংক্রমণ রোধে সারাদেশে মানুষ হয়েছে কর্মহীন। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষদের জন্য এই পরিস্থিতিতে বেসামাল অবস্থায় পড়তে হচ্ছে।
অতীতের মতো সার্বভৌমত্বে যেকোনো বিপদে সর্বদা জনগণের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে  আমতলী পৌর ছাত্রলীগ কর্মী এবং উজ্জীবিত আমতলী এর পৌর শাখার সভাপতি আল সাকিব।পৌর ছাত্রলীগ নেতা আল সাকিব এর পক্ষ থেকে ইতিমধ্যেই ১৪৪ পরিবারকে দেওয়া হয়েছে চাল,ডাল,পিয়াজ,চিনি,আলু, সাবান বিতরণ করা হয়।
আজ ১৮এপ্রিল (শনিবার)চাওড়া ইউনিয়ন এর কয়েকটি গ্রামের দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এসময় তার সাথে ছিলেন উজ্জিবীত আমতলীর পৌর শাখার ভলান্টিয়াররা।

আমতলী পৌর  ছাত্রলীগ এর  সাংগঠনিক সম্পাদক এবং উজ্জীবিত আমতলীর আমতলী উপজেলা শকাহার সাধারন সম্পাদক-    অমিত রসুল অপি  বলেন, আল সাকিব এর ব্যাক্তিগত অর্থ ব্যায় ও শ্রম দিয়ে  এই সহযোগিতাকে সবাই সাধুবাদ জানাচ্ছি।আমি আমতলীর একজন সাধারন জনগন হিসেবে আল সাকিব এর এই উদ্যোগ এবং জনসেবাকে সাধুবাদ জানাই।

এ বিষয়ে আমতলী উপজেলা পরিষদচেয়ারম্যান গোলামসরোয়ার ফোরকান বলেন-মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আল- সাকিব এর মত তরুনরা যে এগিয়ে এসেছে তাদেরকে আমি সাধুবাদ এবং শুভকামনা জানাই।
এ বিষয়ে পৌর ছাত্রলীগ নেতা এবং উজ্জীবিত আমতলী এর পৌর শাখার সভাপতি আল সাকিব বলেন,আমার   পক্ষ থেকে আমার ব্যাক্তিগত অর্থায়নে  দূর্যোগ মোকাবেলায় হতদরিদ্র মানুষের পাশে দাড়াতে পেরেছি, আমরা ১৪৪ টি পরিবারকে সহযোগিতা করতে ইতিমধ্যে সক্ষম হয়েছি এবং আগামীতে আরো পরিবারকে সাহায্য করার আশাবাদ ব্যাক্ত করেন।





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ

আমতলী উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি জি এম দেলোয়ার হোসেন এর ইন্তেকাল এ প্রধানমন্ত্রী ও অন্যান্য নেতৃবৃন্দদের শোক প্রকাশ

আওয়ামিলীগ এর পতন এর জন্য আওয়ামিলীগ এর দায় কতটা এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্য আওয়ামিলীগ এর প্রয়োজনীয়তা