জি এম দেলোয়ার হোসেন এর মৃত্যুতে আমতলী পৌর ছাত্রলীগ এর সাংগঠনিক অমিত রসুল অপির আবেগঘন স্ট্যাটাস

ফেইসবুকে এমন মাতম যে আগে চোখে পড়েনি। একজন মানুষ কতটা জনপ্রিয় হলে এমন মাতম হয়?এই তো ৯ এপ্রিল ১১.২০ মিনিটে আমতলী উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জি এম  দেলোয়ার হোসেন এত মৃত্যু সংবাদ দেশে পৌঁছালে মাতম শুরু হয়। ফেইসবুক যেন হয়ে ওঠে শোকগাঁথা লেখার খাতা।জি এম দেলোয়ার  মৃত্যুর পর থেকে ফেইসবুকের টাইমলাইনের রঙ বদলাতে থাকে। শব্দ গুলো ও বদলে যায় । মৃত্যু-শোকের রঙ কালোয় বিলীন হতে থাকে ফেইসবুক আকাশী রঙ।কে নেই সেই দলে
? সাধারণ মানুষ, লেখক, কলামিস্ট, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, চলচ্চিত্র পাড়ার লোক সবাই সামিল এক কাতারে। সবাই বলছেন, বড় অসময়ে চলে গেলেন তিনি।জী এম দেলোয়ার হোসেন ছিলেন দক্ষিনাঞ্চলের বটবৃক্ষ।  তার ছায়াতলে মানুষ নিরাপদ আশ্রয় খুজে পেতেন।আমি অমিত রসুল অপি, দাদুর অনেকটা স্নেহাশিস ছিলাম।এই তো ১৭;তারিখ যখন ঢাকা থেকে আসলাম দাদু বললেন আপি তোমাকে যেন বাইরে না দেখি,দেশ আগে সুস্থ হোক তারপর তুমি রাজনীতি কইরো।আজো কথাগুলো ভাসে... 
আপনার এই অন্তিম যাত্রায় মন থেকে দুটি চরন নিজ থেকেই বের হয়ে আসে-
এমন জীবন তুমি করিবে গ্রহন, মরনে হাসিবে তুমি কাদিবে ভূবন — কথাটি খুব মনে পড়ছে জি এম দেলোয়ার হোসেন এর অন্তিম যাত্রায় মানুষের ভালোবাসার বহি:প্রকাশ দেখে ,আল্লাহ সত্যিই তাকে তার মুখের ভূবন ভোলানো হাসির মতোই একটি হাস্যোজ্জ্বল বর্নীল জীবন দিয়েছিলেন এবং সেই জীবনে তিনি মানুষ কে ভালোবেসে জড়াতে ও পেরেছিলেন ! বিদায় হে স্বার্থক মানব

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ

আমতলী উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি জি এম দেলোয়ার হোসেন এর ইন্তেকাল এ প্রধানমন্ত্রী ও অন্যান্য নেতৃবৃন্দদের শোক প্রকাশ

আওয়ামিলীগ এর পতন এর জন্য আওয়ামিলীগ এর দায় কতটা এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্য আওয়ামিলীগ এর প্রয়োজনীয়তা