উজ্জীবিত আমতলী এর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন।

আজ ১৯ শে এপ্রিল রোজ রবিবার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উজ্জীবিত আমতলীর উপজেলা ও পৌর কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।   উক্ত কমিটিতে উপজেলা শাখার সভাপতি  হিসেবে তরুন সমাজ সেবক মুবদি সরোয়ার সওম এবং সাধারণ সম্পাদক   হিসেবে জনপ্রিয় ছাত্রনেতা অমিত রসুল অপি ও সিনিয়র সহ সভাপতি হিসেবে শন পলক, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাসিম কে অনুমোদন  দেওয়া হয়েছে।    আর পৌর শাখায় আল ফাহাদ হোসেন রাফি কে সভাপতি এবং আল সাকিব কে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দিয়েছেন,উক্ত সংগঠন এর কার্যকরী পরিষদের প্রধান উপদেষ্টা গোলাম সরোয়ার ফোরকান।
উল্লেখ্য উজ্জীবিত আমতলীর  চেয়ারম্যান  ও লিগাল এডভাইসর আরিফ উল হাসান এবং কো-চেয়ারম্যান-সোয়াইব আহমেদ সজীব,গাজী হালিম,আরিফ রহমান এবং রাফিউল বাসার রাব্বি।আমরা তাদের সার্বিক মঙ্গল কামনা করি।
          

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ

আমতলী উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি জি এম দেলোয়ার হোসেন এর ইন্তেকাল এ প্রধানমন্ত্রী ও অন্যান্য নেতৃবৃন্দদের শোক প্রকাশ

আওয়ামিলীগ এর পতন এর জন্য আওয়ামিলীগ এর দায় কতটা এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্য আওয়ামিলীগ এর প্রয়োজনীয়তা