পোস্টগুলি

এপ্রিল, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আমতলীবাসীকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানালেন অমিত রসুল অপি।

ছবি
চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু বাংলাদেশের আকাশে আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার থেকে রোজা। এ বছর রমজান এমন একটি সময়ে আমাদের মাঝে সমাগত যখন মহামারি করোনা প্রতিদিন কেঁড়ে নিচ্ছে বিশ্বের অসংখ্য মানুষের প্রাণ। যার প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি। আর এজন্য মহামারি করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশসহ সারা বিশ্বে চলছে লকডাউন। যার ফলে ঘরবন্দী হয়ে আছে সব মানুষ। এমতাবস্থায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দেশের নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণি। সরকার এসব অসহায় রুটি-রুজিহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা আশা করব সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরাও এই দুর্যোগে এলাকার অসহায় মানুষগুলোর মাঝে সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখবেন। রমজানের রোজা অনুভব করায় ক্ষুধার্ত ও বঞ্চিত মানুষের কষ্ট। শিক্ষা দেয় মিতব্যয়িতার। ভোগ নয়, ত্যাগের আদর্শে আমাদের উদ্দীপ্ত করে। আল্লাহ তায়ালা সঠিকভাবে আমাদের রমজানের রোজা এবং যাবতীয় সুন্নাত ও নফল ইবাদত ঘরে বসে পালনের তাওফিক দিন। আমিন। অমিত রসুল অপি সাংগঠনিক সম্পাদক - আমতলী পৌর  ছাত্রলীগ। সাধারণ সম্পাদ...

উজ্জীবিত আমতলী এর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন।

ছবি
আজ ১৯ শে এপ্রিল রোজ রবিবার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উজ্জীবিত আমতলীর উপজেলা ও পৌর কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।   উক্ত কমিটিতে উপজেলা শাখার সভাপতি  হিসেবে তরুন সমাজ সেবক মুবদি সরোয়ার সওম এবং সাধারণ সম্পাদক   হিসেবে জনপ্রিয় ছাত্রনেতা অমিত রসুল অপি ও সিনিয়র সহ সভাপতি হিসেবে শন পলক, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাসিম কে অনুমোদন  দেওয়া হয়েছে।    আর পৌর শাখায় আল ফাহাদ হোসেন রাফি কে সভাপতি এবং আল সাকিব কে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দিয়েছেন,উক্ত সংগঠন এর কার্যকরী পরিষদের প্রধান উপদেষ্টা গোলাম সরোয়ার ফোরকান। উল্লেখ্য উজ্জীবিত আমতলীর  চেয়ারম্যান  ও লিগাল এডভাইসর আরিফ উল হাসান এবং কো-চেয়ারম্যান-সোয়াইব আহমেদ সজীব,গাজী হালিম,আরিফ রহমান এবং রাফিউল বাসার রাব্বি।আমরা তাদের সার্বিক মঙ্গল কামনা করি।           

উজ্জীবিত আমতলী এর গঠনতন্ত্র, দেখে নিন এক ঝলকে

ছবি
▼ গঠনতন্ত্র বিসমিল্লাহির রাহমানির রাহীম   উজ্জীবিত আমতলী   (একটি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা ) ১ম ভাগঃ সংগঠনের পরিচিতি   ১। সংগঠনের ধরণঃ উজ্জীবিত আমতলী   একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক শিক্ষানুরাগী ও সংস্কৃতিমনা সমাজসেবামূলক  সংগঠন।  ২। সংগঠনের লোগোর  বিবরণঃ  আমাদের লোগো দ্বারা আমাদের সৌহার্দ, সম্প্রীতি ও ভাতৃত্বের বন্ধন প্রকাশ পেয়েছে । ৩। সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য  (ক)আমতলী কেন্দ্রিক অঞ্চলগুলোর বর্তমান ছাত্র/ছাত্রীদের অন্তর্নিহিত সম্ভাবনাময় গুণাবলী বিকাশের পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা করা ও তাদের নৈতিক মূল্যবোধ,দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলায় ভূমিকা রাখা। (খ) সৃষ্টিশীল,সামাজিক মানুষ ও সুনাগরিক সৃষ্টির লক্ষে স্কুল-কলেজে বিভিন্ন কর্মশালা যেমন- বিতর্ক, কুইজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনামূল্যে তথ্য সেবা ও সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন। (গ) আমতলীর ছাত্র-ছাত্রীসহ সকল শ্রেণীর মানুষের যে কোন প্রয়োজনে/বিপদে সর্বাত্মক সহযোগিতা করা।  (ঘ) এলাকার ...

আমতলীতে ১৪৪ পরিবারের মাঝে নিজ অর্থে উপহার সামগ্রী পৌছে দিলেন আল সাকিব।

ছবি
স্টাফ রিপোর্টার-   করোনা ভাইরাস বা নোভেল কোভিড-১৯ এর ভয়াবহতা ইতোমধ্যে সারাবিশ্বে ছড়িয়েছে। পৃথিবীর উন্নত পরাশক্তিগুলোর ক্ষয়ক্ষতির বিষয়টা বিবেচনায় নিয়ে বাংলাদেশে করোনা প্রতিরোধে সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। করোনার সংক্রমণ রোধে সারাদেশে মানুষ হয়েছে কর্মহীন। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষদের জন্য এই পরিস্থিতিতে বেসামাল অবস্থায় পড়তে হচ্ছে। অতীতের মতো সার্বভৌমত্বে যেকোনো বিপদে সর্বদা জনগণের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে  আমতলী পৌর ছাত্রলীগ কর্মী এবং উজ্জীবিত আমতলী এর পৌর শাখার সভাপতি আল সাকিব।পৌর ছাত্রলীগ নেতা আল সাকিব এর পক্ষ থেকে ইতিমধ্যেই ১৪৪ পরিবারকে দেওয়া হয়েছে চাল,ডাল,পিয়াজ,চিনি,আলু, সাবান বিতরণ করা হয়। আজ ১৮এপ্রিল (শনিবার)চাওড়া ইউনিয়ন এর কয়েকটি গ্রামের দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এসময় তার সাথে ছিলেন উজ্জিবীত আমতলীর পৌর শাখার ভলান্টিয়াররা। আমতলী পৌর  ছাত্রলীগ এর  সাংগঠনিক সম্পাদক এবং উজ্জীবিত আমতলীর আমতলী উপজেলা শকাহার সাধারন সম্পাদক-    অমিত রসুল অপি  বলেন, আল সাকিব এর ব্যাক্তিগত অর্থ ব্যায় ও শ...

হয়ত মানুষের পাশে দাড়ান নয়ত পদত্যাগ করুন-অমিত রসুল অপির হুশিয়ারি

ছবি
আমতলী উপজেলা ছাত্রলীগ এর সভাপতি, সাধারণ সম্পাদক  কে উদ্দেশ্য করে করা হুশিয়ারি বার্তা ফেসবুক এ কড়া হুশিয়ারি  দেন পৌর ছাত্রলীগ এর জনপ্রিয়  ছাত্রনেতা অমিত রসুল অপি। আমরা তার স্টাটাস হুবুহু তুলে ধরছি। প্রসঙ্গ আমতলী উপজেলা ছাত্রলীগ দেশে এখন বিরাজ করছে এক দুর্যোগের ঘনঘটা।করোনা আতঙ্কে মানুষ আজ হতবিহ্বল। এমন সময়ে দেশের ছাত্রসমাজের বা তরুনরাই দুর্যোগ মোকাবেলায় মুখ্য ভূমিকা পালন করবে।যেহেতু বাংলাদেশ ছাত্রলীগ   বাংলাদেশের একটি বড় গোষ্ঠীর ছাত্রসমাজের প্রতিনিধিত্ব করে সেখানে আমতলী উপজেলা ছাত্রলীগ ব্যাতিক্রম নয়। তবে তাদের এই দুর্যোগকালীন সময় আমতলী উপজেলা ছাত্রলীগ এর শীর্ষ দুই পদের নেতাদের কার্যক্রম এ হতাশ।যদিও সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই আমার কাছের বড় ভাই তবুও বলতে হয় তারা তাদের জায়গা থেকে অনেকটাই ব্যার্থ। দুই একটা বস্তা আর চার পাচটা মাস্ক দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না আরো অনেক কিছু দেওয়ার আছে। তারা চাইলে ১.প্রতিটি ওয়ার্ডে ছাত্রলীগের ভলান্টিয়ার টিম  গঠন করতে পারত। ২.সরকারি বেসরকারি অনুদান তাদের সাথে সমন্বয় করে মানুষের ঘরে পৌছে দিতে পারত। ৩.সামনে ধান কাটার মৌস...

জি এম দেলোয়ার হোসেন এর মৃত্যুতে আমতলী পৌর ছাত্রলীগ এর সাংগঠনিক অমিত রসুল অপির আবেগঘন স্ট্যাটাস

ছবি
ফেইসবুকে এমন মাতম যে আগে চোখে পড়েনি। একজন মানুষ কতটা জনপ্রিয় হলে এমন মাতম হয়?এই তো ৯ এপ্রিল ১১.২০ মিনিটে আমতলী উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জি এম  দেলোয়ার হোসেন এত মৃত্যু সংবাদ দেশে পৌঁছালে মাতম শুরু হয়। ফেইসবুক যেন হয়ে ওঠে শোকগাঁথা লেখার খাতা।জি এম দেলোয়ার  মৃত্যুর পর থেকে ফেইসবুকের টাইমলাইনের রঙ বদলাতে থাকে। শব্দ গুলো ও বদলে যায় । মৃত্যু-শোকের রঙ কালোয় বিলীন হতে থাকে ফেইসবুক আকাশী রঙ।কে নেই সেই দলে ? সাধারণ মানুষ, লেখক, কলামিস্ট, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, চলচ্চিত্র পাড়ার লোক সবাই সামিল এক কাতারে। সবাই বলছেন, বড় অসময়ে চলে গেলেন তিনি।জী এম দেলোয়ার হোসেন ছিলেন দক্ষিনাঞ্চলের বটবৃক্ষ।  তার ছায়াতলে মানুষ নিরাপদ আশ্রয় খুজে পেতেন।আমি অমিত রসুল অপি, দাদুর অনেকটা স্নেহাশিস ছিলাম।এই তো ১৭;তারিখ যখন ঢাকা থেকে আসলাম দাদু বললেন আপি তোমাকে যেন বাইরে না দেখি,দেশ আগে সুস্থ হোক তারপর তুমি রাজনীতি কইরো।আজো কথাগুলো ভাসে...  আপনার এই অন্তিম যাত্রায় মন থেকে দুটি চরন নিজ থেকেই বের হয়ে আসে- এমন জীবন তুমি করিবে গ্রহন, মরনে হাসিবে তুম...

জি এম দেলোয়ার হোসেন এর মৃত্যুতে গোলাম সরোয়ার টুকুর আবেগঘন স্মৃতিচারন।

ছবি
আমতলী উপজেলাআওয়ামিলীগ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা জি এম দেলোয়ার হোসেন গত কাল ৯ এপ্লিল রোজ বৃহস্পতিবার বেলা ১১.২০ মিনিটে ইন্তেকাল করেন।তার এই পরলোকগমন এ শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো দক্ষিনাঞ্চল।তার মৃত্যুতে শোক জান্যেছেন মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।তার   স্মৃতিচারন করে ফেসবুকে আবেগঘন একটি বার্তা শেয়ার করেছেন বরগুনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু।আমারা সেটি হুবহু তুলে ধরছি-                    প্রিয় নেতা #জিএম_দেলোয়ার_হোসেন এই অসময়ে আপনার চির প্রস্থান অনাকাংখিত। আপনার এই অসময় প্রস্থানে আমতলীর মানুষ তাঁদের একজন বিশ্বস্ত অভিভাবককে হারালো। যে মানুষকে আপনি  বটবৃক্ষের মতো আগলে রেখে তাঁদের সুখে-দুঃখে  পাশে দাঁড়াতেন। এমনকি সমব্যথী হতেন। আজ আপনার এই প্রয়াণে সেই বটবৃক্ষের সুশীতল ছায়াকে হারালো মানুষ। আর আওয়ামী লীগ সাংগঠনিকভাবে হারালো একজন দক্ষ, নিবেদিত, পরীক্ষিত এবং ত্যাগী সংগঠক  ও নেতাকে- যাঁর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। সূর্য যেমন বিদায়ের আগে গোঁধূলির মেরুন...

আমতলীতে অসহায় মানুষের নিকট রাতের আধারে খাদ্য দ্রব্যাদি পৌছে দিলেন ইশফাক আহমেদ তোহা।

ছবি
মরোনব্যাধি করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বে সৃষ্টি মৃত্যুর মিছিল। এই ভয়ানক থাবা থেকে রক্ষা পাননি বাংলাদেশও। বাংলাদেশের মানুষের করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষার জন্য সারাদেশে চলছে সরকারের অঘোষিত লকডাউন। দেশে যখনই এ অবস্থায় বিরাজ করছে তখন সাধারণ অসহায় খেটে খাওয়া মানুষের বিপদের শেষ নেই। একদিন তারা ঘরবন্দী অপরদিকে ভোগছেন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের সংকটে। এমনই ক্লান্তিকাল মুহূর্তে অসহায় দরিদ্রদের পাশে দাড়িয়েছে আমতলী উপজেলা ছাত্রলীগ নেতা ইশফাক আহমেদ তোহা।    করোনা-ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় আমতলী  উপজেলা  ছাত্রলীগের নেতা ইশফাকআহমেদ তা তোহা ব্যক্তিগত উদ্যোগে, সামাজিক দূরত্ব বজায় রেখে ‘নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু করেছেন। সামগ্রীর মধ্যে রয়েছে সাড়ে ৩ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি লবন । এ সময় তিনি আরও বলেন, আমি আমার সাধ্যমতো মানুষকে সাহায্য করছি, ইনশাআল্লাহ করোনা মোকাবেলার শেষ পর্যন্ত সাধ্যমতো চেষ্টা চালিয়েই যাবো। আমাদের বাংলাদেশে অনেক প্রভাবশালী বিত্তশালী ব্যক্তিত্ব আছেন তারাও...

আমতলী উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি জি এম দেলোয়ার হোসেন এর ইন্তেকাল এ প্রধানমন্ত্রী ও অন্যান্য নেতৃবৃন্দদের শোক প্রকাশ

ছবি
আমতলী আওয়ামীলীগ সভাপতির মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রীর শোক, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।। আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিএম দেলওয়ার হোসেনের মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। আজ সকালে তিনি আমতলীর  লোছা গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে -রাজেউন। তিনি দীর্ঘীদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন। বিকালে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় । আমতলীর প্রবীণ রাজনীতিবিদ জিএম দেলওয়ার হোসেনের মৃত্যুতে বরগুনা- ১ আসনের সংসদ সদস্য  এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু, জেলা পরিষদ চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান,  আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকুসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।